ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় উস্কানির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, ডিসেম্বর ২৩, ২০১৬
আশুলিয়ায় উস্কানির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ কয়েকজনের নামে মামলা হয়েছে।

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ কয়েকজনের নামে মামলা হয়েছে।

সালাউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপির সভাপতি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এসএসএম সাঈদ মামলার খরব বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুসহ কয়েকজনের নামে মামলা করেছে। মামলা নম্বর ৩।

সালাউদ্দিন বাবুকে যেকোনো সময় গ্রেফতার করা হবে বলেও জানান ওসি এসএসএম সাঈদ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।