ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

বগুড়ায় যুবদলের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ৩০, ২০১৬
বগুড়ায় যুবদলের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

বগুড়া: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে।

 
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা যুবদলের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


 
সদর থানা যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
 
এছাড়া সভায় যুবদল নেতা শাহনেওয়াজ সাজন, আব্দুল বারি, মোয়াজ্জেম হোসেন হিটলু, আলী হায়দার মিঠু, পবিত্র সিংহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় অধ্যক্ষ শাহীন, এসএম আলাল, মনোয়ার হোসেন হিরা, মহররম টফিন, ফুয়াদ ইসলাম, বাহাদুর, রোকন, আব্দুল জলিল, আলতাফ, মুন্না, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ত্বনি, শামীম, রাঙ্গা, আপেল, মানিক, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এ ঘোষণা নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।