ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

কৃষি, কর্মসংস্থান ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, সেপ্টেম্বর ১৩, ২০২১
কৃষি, কর্মসংস্থান ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন এমডি

ঢাকা: বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আলম প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বেগম শিরিন আখতারকে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানকে কর্মসংস্থান ব্যাংক ও রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদোন্নতি দিতে পদায়ন করা হলো।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।