ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের কাঞ্চন শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, সেপ্টেম্বর ৭, ২০১৯
এক্সিম ব্যাংকের কাঞ্চন শাখা উদ্বোধন কাঞ্চন বাজারে ১২৫ তম শাখা উদ্বোধন করছেন এক্সিম ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকার বর্ধিত এলাকা পূর্বাচলের পার্শ্ববর্তী রূপগঞ্জের কাঞ্চন বাজারে এক্সিম ব্যাংকের ১২৫ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে শাখায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ্ মোহাম্মদ আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।