ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

এমবিএল’র ‘উদয়ন’ প্রকল্পের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমবিএল’র ‘উদয়ন’ প্রকল্পের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় ‘উদয়ন’ প্রকল্পের নবীন উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংকের (এমবিএল) বিশেষ ঋণ ‘উদয়ন’ প্রকল্পের নবীন উদ্যোক্তাদের সঙ্গে ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, উদ্যমী ও মেধাবী তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মার্কেন্টাইল ব্যাংক এক বছর আগে শুরু করেছিলো ‘উদয়ন’ ঋণ প্রকল্প। বছর শেষের এ মতবিনিময় অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প বলার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী এম. আমিনুল ইসলাম বলেন, তরুণ মেধাবী উদ্যোক্তাদের সিড ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশে মার্কেন্টাইল ব্যাংক পথ প্রদর্শক। আগামীর নেতৃত্ব তৈরিতে এই তরুণদের উদ্ভাবনী দক্ষতার ওপর আস্থা রাখায় তিনি মার্কেন্টাইল ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।

ব্যাংক চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা বলেন, ব্যবসা করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির সামাজিক দায়বদ্ধতার বিষয়ে বিশ্বাস করে মার্কেন্টাইল ব্যাংক। নতুন প্রকল্প নিয়ে ভবিষ্যতেও তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।