ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

খুলনায় যাত্রা শুরু করলো মিডল্যান্ড ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
খুলনায় যাত্রা শুরু করলো মিডল্যান্ড ব্যাংক খুলনায় মিডল্যান্ড ব্যাংকের ২৩তম শাখার উদ্বোধন

খুলনায় মিডল্যান্ড ব্যাংকের ২৩তম শাখার যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও মো. আহসান উজ জামান শাখাটির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অফ ইমার্জিং করপোরেট অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিভিশন মোহাম্মদ ইকবাল,  হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন রেদওয়ানুল হক, হেড অফ জিএসডি ইমরাত হোসেন খান, হেড অব খুলনা ব্রাঞ্চ মনোয়ার হোসেনসহ খুলনা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।  

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনাঞ্চলের ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং সেবার উন্নয়নের মাধ্যমে হতদরিদ্রদের দোর গোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা,  জানুয়ারি ২৫, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।