ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এবি ব্যাংক ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এবি ব্যাংক ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে চুক্তি

এবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে মেডিকেল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা বাংলাদেশ আই হাসপাতালে বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিক সেবা পাবেন।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী এবং বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

এসময় বাংলাদেশ আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নিয়াজ আব্দুর-রহমান ও এবি ব্যাংকের ডিএমডি শামশিয়া মুতাসিম ছাড়াও উপস্থিত ছিলেন এবি ব্যাংক ও বাংলাদেশ আই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।