ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

লাকসামে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
লাকসামে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ লাকসামে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ

ঢাকা: কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুরে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ ও বৃত্তি দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এতে স্থানীয় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন, মাদকমুক্ত সমাজ এবং এদেশের অর্থনীতিকে মজবুত করতে স্কুল থেকেই শিশুকে প্রস্তুতি নেওয়া দরকার। পরে সন্তাদের প্রতি অভিভাবকদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক মো. শহিদুল্লাহ, লেফট্যানেন্ট কর্নেল অব. সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।