ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৮ বছর পূর্তিতে দোয়া-মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৮ বছর পূর্তিতে দোয়া-মাহফিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৮ বছর পূর্তিতে দোয়া-মাহফিল/ছবি: সংগৃহীত

রাজশাহী: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে রাজশাহী শাখা কার্যালয়ে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।  

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ব্যাংকের রাজশাহী জোনাল হেড ও এসভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাজশাহী শাখার ম্যানেজার মিনহাজুল ইসলাম, সেকেন্ড অফিসার আশরাফ-উজ-জামানসহ ব্যাংকের কর্মকর্তারা।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংটি সফলতার সঙ্গে দেড় যুগ পার করলো। গ্রাহকদের সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এ ব্যাংকটি। ক্রমন্বয়ে ব্যাংকটি আরো সফলতার দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।