ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন সাহিদ রেজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন সাহিদ রেজা

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এ কে এম সাহিদ রেজা বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। পরে ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এতে বলা হয়, রেজা রফতানিমুখী পোশাকশিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া বিমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত তিনি।  

সাহিদ রেজা ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালক এবং সিআইপি।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।