ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ডিএমডি হয়েছেন সরকারি ব্যাংকের ১২ জিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ডিএমডি হয়েছেন সরকারি ব্যাংকের ১২ জিএম

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের ১২জন মহাব্যবস্থাপককে (জিএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি প্রাপ্তদের নতুন কর্মস্থলে বদলি করে প্রতিষ্ঠানের নাম দিয়ে মঙ্গলবার (১১ জুলাই) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 
এদের মধ্যে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুল মজিদ শেখ ও বিষ্ণুপদ চৌধুরী,
সোনালী ব্যাংকের সৈয়দ আশরাফ উল আলম ও জনতা ব্যাংকের ড. মো. ফরজ আলী, বিডিবিএলের একেএম হামিদুর রহমানকে নিজ নিজ ব্যাংকেই পদায়ন করা হয়েছে।


 
এছাড়া অগ্রণী ব্যাংকের তাজরিনা চৌধুরীকে বাংলাদেশ কৃষি ব্যাংকে, রূপালী ব্যাংকের মো. নুরুজ্জামানকে বাংলাদেশ কৃষি ব্যাংকে, অগ্রণী ব্যাংকের কাজী আলমগীরকে কর্মসংস্থান ব্যাংকে, অগ্রণী ব্যাংকের পঙ্কজ রায় চৌধুরীকে বিডিবিএল, অগ্রণী ব্যাংকের মো. ইউসুফ আলীকে সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকের মো. শওকত ইসলামকে সোনালী ব্যাংকে ও জনতা ব্যাংকের মো. মোসাদ্দেক উল আলমকে আইসিবিতে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।