ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

অর্থ আত্মসাতের মামলায় ইউসিবিএল কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
অর্থ আত্মসাতের মামলায় ইউসিবিএল কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বরিশাল শাখার সিনিয়র কর্মকর্তা জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল সদর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমান সন্ধ্যায় জাকির হোসেনকে বরিশাল সদর থেকে গ্রেফতার করেন।

তিনি ইউসিবিএল ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। তার বিরুদ্ধে ৩১ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর থানায় গত বছরের ১৯ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৯।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।