ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

সোনালী ও এসবিএসি’র ব্যাংকের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জানুয়ারি ৩০, ২০১৭
সোনালী ও এসবিএসি’র ব্যাংকের মধ্যে চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই ব্যাংকের প্রতিনিধিরা, ছবি: সংগৃহীত

ঢাকা: সোনালী ও এসবিএসি’র ব্যাংকের মধ্যে হজের টাকা জমা দেওয়া বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে এখন থেকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের মাধ্যমে হজের টাকা জমা দেওয়া যাবে।

এ বিষয়ে সোমবার (৩০ জানুয়ারি) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল হাসান, সোনালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সরদার নূরুল আমিন, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ও ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসই/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।