ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ: বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ: বিশ্বব্যাংক

ঢাকা: ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ক‌মে  ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

অথচ অর্থমন্ত্রী এবং প‌রিকল্পনামন্ত্রী জা‌নি‌য়েছি‌লেন, চলতি অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ।

এমন‌কি বা‌জে‌টেও প্রাক্কলন করা হ‌য়ে‌ছি‌লো যে, প্রবৃ‌দ্ধি ৭ দশ‌মিক ২ শতাংশ হ‌বে।

প‌রিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরও আশা প্রকাশ ক‌রে ব‌লে‌ছি‌লেন, জি‌ডিপি’র প্রবৃ‌দ্ধি ৭ দশ‌মিক ২৫ শতাংশ হ‌বে।

অথচ প্রবৃ‌দ্ধি কম দেখা‌লো সংস্থা‌টি।

বুধবার (১১ জানুয়ারি) বিশ্বব্যাং‌কের জনসং‌যোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব বাংলা‌নিউজ‌কে ব‌লেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) সংস্থাটির বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা ২০১৭ (গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস) প্রতিবেদন প্রকাশ করা হয়। এ‌তে বলা হয়, চল‌তি অর্থবছরে প্রবৃ‌দ্ধি হ‌বে ৬ দশ‌মিক ৮ শতাংশ। ওয়া‌শিংটন থে‌কে মধ্যরা‌তে এ রি‌পোর্ট প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।