ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

বুধবারও রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, নভেম্বর ২৯, ২০১৬
বুধবারও রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

আয়কর পরিশোধের সুবিধার্থে মঙ্গলবারের (২৯ নভেম্বর) মতো বুধবারও (৩০ নভেম্বর) সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা: আয়কর পরিশোধের সুবিধার্থে মঙ্গলবারের (২৯ নভেম্বর) মতো বুধবারও (৩০ নভেম্বর) সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।


 
এতে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে চালান, পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে তফসিলি ব্যাংকের সব শাখা মঙ্গল ও বুধবার রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।