সোমবার (১৩ জানুয়ারি) রাত আটটায় শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারিভাবে নাজমুন নাহারের নির্বাচিত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
নির্বাচিত নাজমুন নাহারই জেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাতশালা ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৬২টি বুথে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ২৭ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।
সম্প্রতি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএডি/