ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

‘নেতারা গঠনতন্ত্র পরিপন্থি কাজ করলে দায় নেবে না ছাত্রলীগ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জানুয়ারি ৪, ২০২০
‘নেতারা গঠনতন্ত্র পরিপন্থি কাজ করলে দায় নেবে না ছাত্রলীগ’

ঢাকা বিশ্ববিদ্যালয়: নেতাকর্মীরা দলের গঠনতন্ত্র পরিপন্থি কোনো কাজ করলে এর দায়ভার সংগঠন নেবে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (০৪ জানুয়ারি) বিকাল পৌনে ৪ টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখক বলেন, আপনারা নেত্রীর আদেশ, গঠনতন্ত্র, সংগঠনের নির্দেশনা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না।

দলের গঠনতন্ত্র পরিপন্থি, কেন্দ্রের নির্দেশনা পরিপন্থি কোনো কাজে জড়িত হলে, এর দায়ভার ছাত্রলীগ নেবে না। একইসঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অন্যায় অবিচার করা হয়, ষড়যন্ত্রমূলক আচরণ, হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে তাদের রক্ষার দায়িত্ব নিতে হবে। কেন্দ্রীয় নির্বাহী সংসদসহ সারাদেশের নেতাকর্মীরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসকেবি/এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ