ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আওয়ামী লীগ

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম কমাতে সোচ্চার সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম কমাতে সোচ্চার সরকার

পঞ্চগড়: ‘আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম কমাতে সোচ্চার রয়েছেন সরকার। তাই শিক্ষকদের যথাযথভাবে দায়িত্ব পালনের সঠিক ভূমিকা রাখতে হবে।’

বুধবার (২৭ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এ কথা বলেন।  

জগদল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে সংসদ সদস্য মজাহারুল হক প্রধানকে সংবর্ধনা দেন কলেজ কর্তৃপক্ষ।

পরে তিনি জগদল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষকে কলেজের জন্য ১০টি ল্যাপটপ উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সুরেন শর্মা, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক (সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, যুবলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।  

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজের চারতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।