ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জনগণ আ’লীগের পক্ষে, শান্তির পক্ষে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জনগণ আ’লীগের পক্ষে, শান্তির পক্ষে

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে, শান্তির পক্ষে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া-৩ (সদর) তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিভিন্ন সংস্থার নির্বাচনী জরিপের ফলাফল দেখে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।

তারা এখন নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে।

ড. কামাল হোসেনের নিরাপত্তা নিয়ে হানিফ বলেন, ডা. কামাল হোসেন নিরাপত্তা নিবেন কি নিবেন না, সেটা মূল বিষয় নয়। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।