ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, ডিসেম্বর ২৫, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় ছুরিকাঘাতে সৌরভ (১৮) নামে এক ছাত্রলীগ এক কর্মী নিহত হয়েছেন। 

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

সৌরভ শহরের কান্দিপাড়ার এলাকার আশু মিয়ার ছেলে।

নিহতের চাচা মনির হোসেন বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে নিয়াজ মুহাম্মদ স্কুল এলাকায় প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা সৌরভের ওপর হামলা করে। এসময় হামলাকারীর তাকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী জলাশয়ে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন সৌরভকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, সৌরভের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। তবে নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বর্তমানে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ