ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বিএনপি-জামায়াত নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে এবং নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তাই আওয়ামী লীগের কর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ.ক.ম সরওয়ার জাহান বাদশার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মইন উদ্দিন মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দৌলতপুর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেটে আ.ক.ম সরওয়ার জাহান বাদশা, বর্তমান এমপি রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোরশেদ আলী, জিয়াউল আলম, আব্দুর রশিদ বাবলু, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন, অ্যাডভোকেট হাসানুল আশকার হাসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসম্বের ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।