ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

নলছিটিতে আ’লীগের নির্বাচনী অফিসে ‘অগ্নিসংযোগ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
নলছিটিতে আ’লীগের নির্বাচনী অফিসে ‘অগ্নিসংযোগ’

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ডিসেম্বর) ভোরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্য গৌরিপাশা এলাকার ওই অফিসে এ অগ্নিসংযোগ করা হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থাপিত ওই অফিসে শনিবার সকালে আগুন জ্বলতে দেখে পানি ঢেলে তা নেভাতে কাজ শুরু করেন স্থানীয়রা।

কিন্তু ততক্ষণে পুড়ে যায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র।  খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অফিসটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদের।

তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডি‌সেম্বর ২২, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।