ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

‘নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
‘নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করে বিএনপি’

সিরাজগঞ্জ: ‘দেশে যখন নির্বাচনী ডামাডোল বেজে উঠে তখনই নির্বাচন বানচাল করতে শান্ত পরিবেশকে অশান্ত করে বিএনপি। তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দায় চাপাতে মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। অথচ তারাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি চালিয়ে যাচ্ছে।’

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিরাজগঞ্জ-২ (সদরে একাংশ ও কামারখন্দ) আসনের আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা খুন্তি, শাবল, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের সঙ্গে ধানের শীষ লাগিয়ে প্রচারণা মিছিল করছে।

তারা নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রচারে বাধা, হামলা ও কর্মীদের মারপিটের ঘটনা ঘটাচ্ছে। গত কয়েকদিন আমাদের ১০-১২ জন কর্মীকে মারপিট করেছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ’

হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘ইচ্ছা করলে তাদের আমরা প্রতিহত করতে পারি। কিন্তু আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আত্মরক্ষার্থে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। ’

সিরাজগঞ্জের মানুষ গত ১০ বছর শান্তিতে ঘুমিয়েছে উল্লেখ করে নৌকার এ প্রার্থী বলেন, ‘সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ করেছি। মাদক কমিয়েছি। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। অথচ তারা ১০ বছরে মানুষের কাছে না গিয়ে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে। এতে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন এসেছে ভোট চাইতে। জনগণের কাছে সাড়া না পেয়ে নির্বাচনে জয়ের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি। ’

এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান, মিসেস শারিতা মিল্লাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।