ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

গানে-অভিনয়ে নৌকায় ভোট চাইলেন টিভি তারকারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
গানে-অভিনয়ে নৌকায় ভোট চাইলেন টিভি তারকারা নৌকায় ভোট চাইলেন টিভি তারকারা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: গান, নাটক আর গম্ভীরা প্রদর্শনের মাধ্যমে সিরাজগঞ্জে নৌকা মার্কায় ভোট চাইলেন টিভি ও চলচ্চিত্র তারকারা। ঢাকা থেকে আসা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা এসব অনুষ্ঠানমালায় অংশ নেন।  

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নৌকার প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন তারকারা।  

এ সময় নৌকায় ভোট প্রার্থনা করে গান, নাটক ও গম্ভীরা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।  

তারকারদের মধ্যে ছিলেন- নাট্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, আরমান পারভেজ মুরাদ, শিশির আহমেদ, ম আ সালাম, শ্যামল জাকারিয়া, মাটি, তমা ও কন্ঠশিল্পী অর্জুন কুমারসহ ৪০ জন সাংস্কৃতিক-কর্মী। এছাড়াও সিরাজগঞ্জের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।  

উপস্থাপিকা জিনাত হাকিম বাংলানিউজকে বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারনা হালিমের নির্দেশে সারাদেশে প্রচারমূলক অনুষ্ঠান করছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা চলবে।  

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ