ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

৮ নির্বাচনী প্রচার টিমের উদ্বোধন করলেন মেয়র খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
৮ নির্বাচনী প্রচার টিমের উদ্বোধন করলেন মেয়র খোকন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণ মানুষের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সাংস্কৃতিক ব্যক্তিরা গান ও কথামালার মাধ্যমে নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি অলি-গলিতে যাবেন বিশেষ এই টিম।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৮ নির্বাচনী এলাকায় ৮ পৃথক সাংস্কৃতিক প্রচার টিমের উদ্বোধনী করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এসময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা জনগণের কাছে খালি হাতে যাচ্ছি না।

আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি অর্জন। কী সেই অর্জন? বিগত ১০ বছরে আমাদের সরকার নিম্নআয়ের দেশ থেকে মধ্যম হয়ে নিয়ে গেছে। পদ্মাসেতু আর অল্প কিছুদিন পর দৃশ্যমান হবে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুতগতিতে চলছে। মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে প্রিয় পতাকা উড়ছে। দারিদ্র বিমোচন হচ্ছে। বিদ্যুতের উন্নয়ন ঘটছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

মেয়র বলেন, আমরা আজ নৌকা ও আওয়ামী লীগের বিজয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মানুষের দ্বারে দ্বারে যাবো ভোট চাইতে। যাতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসানাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জন ঘোষাল, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, ফালগুনি হামিদ, চিত্রনায়ক শাকিল খান, জাহিদ খান, নতুন, তারিন, সুইটি, এসডি রুবেল, জোতিকা জ্যোতি, সায়মান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ