ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন ড. কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন ড. কামাল

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ড. কামালকে বঙ্গবন্ধু পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজকে তিনি সবকিছু ভুলে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, বড় বড় কথা বলছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলার সিংগা, হাতিয়াড়া ও পুইশুর ইউনিয়নবাসীর ব্যানারে হাতিয়াড়া হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।  

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান জানে আলম বিরু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসম্বের ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ