ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বেলকুচিতে ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বেলকুচিতে ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে আওয়ামী লীগে যোগদান করছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার আগে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনে দলের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান
করেন বিএনপি নেতাকর্মীরা।

সভায় সদ্য যোগদানকারী নেতা মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ জি খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের প্রধান উপদেষ্টা গাজী সাঈদুর রহমান, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলখোশ প্রামাণিক ও যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ