ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আওয়ামী লীগ

সুষ্ঠু নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সুষ্ঠু নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। কোনো অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের হ্টাশিরাসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায় শুধু সরকারের একার নয়।

দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকারকে সহযোগিতা করা।

এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র হাজী নিজামী উদ্দিন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।