ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

আওয়ামী লীগ

বিএনপি এখন কুঁজো দল: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বিএনপি এখন কুঁজো দল: শাজাহান খান একাডেমিক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: বিএনপি এখন পরগাছা দলে পরিণত হয়েছে উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন কুঁজো দল, তাই অন্যদলের ওপর ভরসা করছে। বিভিন্ন দলের মাধ্যমে সোজা হয়ে দাঁড়াতে চাইছে। কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। তারা শুধুই আন্দোলনের হুমকি দিচ্ছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে মাদারীপুরের ছিলারচরে 'বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান একাডেমিক ভবন'র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, দেশে বিভিন্ন সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষ মেরে হত্যা করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ওইসব হত্যাকাণ্ড হয়েছিল। তিনি (খালেদা জিয়া) আজ কারাগারে। শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, রাজাকারের বিচার করেছে। তেমনি যারা মানুষ মেরে দেশে অশান্তি বয়ে আনতে চায় তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।  

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার আ. হান্নান মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুউদ্দিন গিয়াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, ছিলারচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজের সভাপতি আজিবর রহমান বালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।