ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

‘ছাত্রলীগ দ্রুত নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়বে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, সেপ্টেম্বর ৮, ২০১৮
‘ছাত্রলীগ দ্রুত নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়বে’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ হাল ধরলে দ্রুত নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিমত প্রকাশ করেন। ‘সাক্ষরতা অভিযানে বাংলাদেশ ছাত্রলীগ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাবি এলাকায় রিকশা চালায় এমন সাতজন ও ঢাবির হল ক্যান্টিনের চার বালকের হাতে বই তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

মন্ত্রী বলেন, ছাত্রলীগকে সারা বাংলাদেশে নিরক্ষরতা দূর করতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি যথার্থভাবেই ছাত্রলীগ তাদের টার্গেটেড সময়ের মধ্যেই ঘোষণা করবে বাংলাদেশে কোনো নিরক্ষরতা নেই। আমাদের পার্শ্ববর্তী তামিলান্ডুতে শতভাগ শিক্ষিত। আমাদের দেশে এত সম্পদ রয়েছে। আমি মনে করি যদি ছাত্রলীগ হাল ধরে আমাদের সেই জায়গায় যেতে বেশি সময় লাগবে না।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ