ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে আ’লীগের অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ২৮, ২০১৮
বরিশালে আ’লীগের অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৩

বরিশাল: বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল।

তিনি বলেন, শুক্রবার (২৭ জুলাই) দিনগত রাতে নগরের ২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সকালে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুল হক। আসামিদের মধ্যে নগরের ডেফুলিয়ার মনির হোসেন হাওলাদার, কমরজা এলাকার বাকের হাওলাদার ও দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ