ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জিয়ার শাসনামলে নারীদের মুখে অ্যাসিড মারা হতো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, জুলাই ২৭, ২০১৮
জিয়ার শাসনামলে নারীদের মুখে অ্যাসিড মারা হতো বক্তব্য রাখছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া ও এরশাদের সময় দেশে নারীদের অধিকার বলে কিছু ছিল না। জিয়াউর রহমানের শাসনামলে-তো নারীদের মুখে অ্যাসিড মারা হতো।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা লীগ আয়োজিত নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বিখ্যাত হয়েছেন এতিমের টাকা চুরি করে।

তার দুই ছেলেই দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন। বিপরীতে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তথ্য প্রযুক্তির দিক দিয়ে দেশকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  

মন্ত্রী আরও বলেন, জামায়াতের তাণ্ডব দেশবাসী অতীতে দেখেছে। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এটি তাদের দেশ নয়, তাদের দেশ সেই জঙ্গিদের দেশ।

আখাউড়া মহিলা লীগের সভানেত্রী মঞ্জুরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূঁইয়া প্রমুখ।  

নারী সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. পিয়ারা বেগম পিওনা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ