ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আ’লীগে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী

গাইবান্ধা: ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নে বাজারপাড়া ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী আলোচনা সভায় এসব নেতাকর্মীরা যোগ দেন।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন বিএসসি ও সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ মনোনীত প্রাথী আফরোজা বারীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মতিন বাংলানিউজকে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি।

জাতীয় পার্টির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের বিষয়ে আফরোজা বারী বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চেতনা ফিরে এসেছে। তারা বুঝতে পেরেছেন, উন্নয়নশীল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ