ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

বিচার বিভাগে সরকারের কোনো খবরদারি নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বিচার বিভাগে সরকারের কোনো খবরদারি নেই বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ন্ত্রণ বা খবরদারি নেই। বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দেবে। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে যমুনার ডানতীরে পাউবোর ৪৬০ কোটি ব্যায়ে ক্ষুদবান্দি-মাছুয়াকান্দি-বাহুকায় প্রায় আট কিলোমিটার নদী তীর রক্ষা প্রকল্পের কাজের উদ্বোধন শেষে কাজিপুরের মাছুয়াকান্দি অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচার বিভাগ আজ স্বাধীন দেখেই খালেদা জিয়া ও তার নেতাকর্মীরা ভয় পায়।

বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় করে, তেমন জনগণের রায়কেও ভয় করে। আগামীতে পরাজয় জেনেই নির্বাচনে আসতে বিএনপির এত সংশয়।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যায়। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- পাউবো রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।