ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

উখিয়ায় বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ১৫, ২০১৮
উখিয়ায় বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাহাদুর আলম চৌধুরী (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। 

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহাদুর আলম বালুখালী পূর্ব পাড়ার মো. সিদ্দিকের ছেলে।

তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে কুতুপালং থেকে বালুখালীর বাড়িতে ফিরছিলেন বাহাদুর। পথে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী নাফ স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস তাকে মুখোমুখি সজোরে ধাক্কা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় বাহাদুরের।

বালুখালী হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ