ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় গেলে ২০০১ সালের মত আবারো দেশে অপশাসন শুরু হবে।


তাই তারা যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের বর্তমান সরকারের উন্নয়নের বিবরণ জনগণের কাছে তুলে ধরতে হবে।

পাটুল-হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিমুদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দফতর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম, পিপরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ