ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

মহিউদ্দিনের মৃত্যুতে সাজেদা চৌধুরীর শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৩, ডিসেম্বর ১৫, ২০১৭
মহিউদ্দিনের মৃত্যুতে সাজেদা চৌধুরীর শোক

ঢাকা:  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।  

শোকবার্তায় সংসদ সদস্য সাজেদা চৌধুরী বলেন, চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন একজন ত্যাগী এবং জনমানুষের নেতা।

তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।

মরহুমের আত্মার শান্তি কামনা করে তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

এর আগে শুক্রবার ভোররাতে বন্দরনগরী চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন) মহিউদ্দিন চৌধুরী।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ