ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বিএল কলেজের ৫ ছাত্রলীগ নেতাকে অব্যহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, ডিসেম্বর ১, ২০১৭
বিএল কলেজের ৫ ছাত্রলীগ নেতাকে অব্যহতি

খুলনা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএল কলেজের পাচঁ ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যহতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ।

তারা হলেন- বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাতেন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওলিন পারভেজ (শুভ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আশিক রানা, রাকিবুল হাসান।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুপুরে খুলনা মহানগর ছাত্রলীগের এক জরুরি বার্তায় জানানো হয়, উল্লেখিত ব্যক্তিদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সব কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যহতি দেওয়া হয়েছে।

তাদের ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে কেনো বহিষ্কার করা হবে না, তার পক্ষে আগামী সাতদিনের মধ্য খুলনা মহানগর ছাত্রলীগের দফতর সেলে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয় বলেও বার্তায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা,  ডিসেম্বর ০১, ২০১৭
এমআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ