ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ঝিনাইদহের সাধুহাটী বাজারে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ঝিনাইদহের সাধুহাটী বাজারে ১৪৪ ধারা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী বাজারে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকায় মঙ্গলবার (২১ নভেম্বর) ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক মো. জাকির হোসেন ১৪৪ ধারা জারির আদেশ দেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের দুইটি গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন অশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সন্ধ্যা থেকে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।

সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দীন বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে সাধুহাটী বাজারে আওয়ামী লীগের সমাবেশ ডাকা হয়। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান একই স্থানে সমাবেশের আহ্বান করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।