ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

রংপুর সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঝন্টু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, নভেম্বর ১১, ২০১৭
রংপুর সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঝন্টু ছবি: পিআইডির সৌজন্যে

ঢাকা: রংপুর সিটি করপোরেশনের (রসিক) দ্বিতীয় নির্বাচনে বর্তমান মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

শনিবার (১১ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।  

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ