ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, নভেম্বর ১১, ২০১৭
সাভারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা সাভারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা যুবলীগ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।


 
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মাসুদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ