ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

যবিপ্রবিতে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, নভেম্বর ১০, ২০১৭
যবিপ্রবিতে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস থেকে বিদেশি পিস্তলসহ ইছাদ হোসেন (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।  

ইছাদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুর্গাযাদবপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

তিনি যবিপ্রবি’র শহীদ মশিউর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এক গোয়েন্দা কর্মকর্তা ইছাদকে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে তিনি উত্তেজনা দেখান। তখন তার দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল জব্দ করা হয়। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ইউজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ