ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের কুলগাজী এলাকায় পল্লী বিদ্যুতের নতুন ছয় কিলোমিটার সংযোগ লাইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে।

অন্যথায় তারা অস্তিত্ব সংকটে পড়বে।  

বিএনপি অনেকবার ক্ষমতায় ছিলো। কিন্তু একবারও দেশের মানুষের জন্য কিছু করেনি। আমারা কথা দিয়ে কথা রেখেছি। ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। দেশ এগিয়ে চলেছে, দেশ এখন অর্থনৈতিকভাবে অনেক মজবুত। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করেছেন, যোগ করেন তোফায়েল আহমেদ।  

এ সময় ভোলা-বরিশাল ব্রিজ এবং ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। এছাড়া অবকাঠোমো উন্নয়নের মাধ্যমে ভেলুমিয়াকে শহরের রূপান্তর করার আশ্বাস দেন তিনি।  

ভেলুমিয়া  ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।