ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আওয়ামী লীগ

বরিশাল মহানগর ছাত্রলীগের সা. সম্পাদক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বরিশাল মহানগর ছাত্রলীগের সা. সম্পাদক বহিষ্কার অসীম দেওয়ানকে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি

বরিশাল: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক অসীম দেওয়ানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, অসীম দেওয়ান মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে তিনি বরিশালের রাজনীতির রাজপথে অনুপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ