ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ময়মনসিংহে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ময়মনসিংহে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন মানববন্ধনটির আয়োজন করে জেলা ছাত্রলীগ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। 

শনিবার (১ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহাসিক শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর পরিচালনায় মানববন্ধনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার ও সাধারণ সম্পাদক সাদ মাহমুদ জয়, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম-আহবায়ক শেখ সজল, জুনায়েদ হুসাইন টিপু, ওয়াহিদুর রহমান সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা সোচ্চার রয়েছে। জঙ্গিবাদ হটাতে ছাত্রলীগই মূল দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।