ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় অধিবেশনে শুরু হয়েছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার পরে অধিবেশন শুরু হয়।

এর আগে ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন চলে দুপুর ২টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলনের মুলতুবি ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬/আপডেট ১৬৪৬
ইইউডি/আরআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।