ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

চাঁপাইনবাবগঞ্জে ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ১৯, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে ১৪ দলের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: গুপ্তহত্যা, জঙ্গি ও সন্ত্রাসীদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ১৪ দলের নেতাকর্মীরা।

রোববার (১৯ জুন) বেলা পৌনে ১১টা থেকে শহরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও এর বিচার দাবি করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা এজাবুল হক, বাবুল কুমার ঘোষ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খাতুন, হালিমা খাতুন, যুবলীগ নেতা  আনোয়ার হোসেন, মহিলা যুবলীগ নেত্রী ইয়াসমীন সুলতানা, সান্তনা হক, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, আরিফুর রেজা, জাসদ নেতা রফিকুল ইসলাম, সাম্যবাদী দলের কামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ