ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

ইঞ্জিনে ত্রুটি, নাগপুরে অবতরণ করলো বিমানের ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ইঞ্জিনে ত্রুটি, নাগপুরে অবতরণ করলো বিমানের ফ্লাইট প্রতীকী ছবি

ঢাকা: ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।  

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমানের বিজি-২২ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নাগপুরে অবতরণ করে।

 

বিমান সূত্র জানায়, আরব সাগর পাড়ি দেওয়ার কিছুক্ষণ পর বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। এরপর ফ্লাইটটি ঘুরে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।  

ফ্লাইটের একজন যাত্রী বলেন, স্থানীয় সময় মধ্যরাত আড়াইটার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়। বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।  

ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই নিরাপদ ও অক্ষত আছেন। বর্তমানে যাত্রীরা নাগপুর বিমানবন্দরে রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এমআইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।