ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

বামিহাল সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মে ২৫, ২০২২
বামিহাল সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা

বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত ছোটকাগজ ‘বামিহাল’ যুগবর্ষ পদার্পণ উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার-২০২২’ ঘোষণা করেছে।  

বামিহালের সম্পাদক রনি বর্মন জানিয়েছেন, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিবলী মোকতাদিরকে (কবিতায়), হাবিব ওয়াহিদকে (ছোটকাগজ সম্পাদনায়), জান্নাতুল বাকেয়া কেকাকে (গবেষণায়) পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

 

এছাড়া বাংলা সাহিত্যের সম্ভাবনাময় চার তরুণ সালিমুল শাহিন (কবিতায়), অঞ্জন আচার্য্য (ছোটগল্পে) রিপন আহসান ঋতু (উপন্যাসে) ও স্বপঞ্জয় চৌধুরীকে প্রবন্ধ সাহিত্যে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।  

পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২৫, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।