ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্গবন্ধুর দেশ প্রেমের যোগসূত্র ছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, মে ৮, ২০২২
রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্গবন্ধুর দেশ প্রেমের যোগসূত্র ছিল

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে এসে মানব সেবার পাশাপাশি স্বাধীনতার চেতনাও জুগিয়েছেন। পাশাপাশি রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রেমের একটি যোগসূত্র গড়ে ওঠে।

যার কারণে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বঙ্গবন্ধুসহ সারা দেশের মানুষ গ্রহণ করেছেন।

রোববার (৮ মে) সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা লালনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।  

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ ড. আশরাফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।